Wednesday, December 11, 2024

আনলিমিটেড Gp High Speed ফ্রি ইন্টারনেট 🌟🛜



আনলিমিটেড Gp High Speed ফ্রি ইন্টারনেট 🌟🛜


Downloade:- apna tunnel 🦴

উপরে দেয়া অ্যাপসটি ডাউনলোড করে ছবিতে দেয়া সার্ভারটি সিলেক্ট করে ফ্রি ইন্টারনেট চালানো শুরু করে দিন ✅⚡️

10 React HTTP Custom Config ❤️

Sunday, December 8, 2024

জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট।

 


বাংলাদেশ জামায়াত ইসলামীর সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১০ নং আটুলিয়া ইউনিয়ন শাখার যুব বিভাগের আয়োজনে নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ১০ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
৭ ই ডিসেম্বর শনিবার দিনব্যাপী টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়। এতে নয়টি ওয়ার্ড সহ মোট দশটি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ৩নং ও ৭নং ওয়ার্ড পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করে।খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার ফলে টাইব্রেকারে গড়ায়। এতে ৭ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরুষ্কার বিতরণ করেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম( সাতক্ষীরা-৪)। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ১০ নং আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ বাবুু,নওয়াবেঁকী গনমূখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক মাওলানা আব্দুল হামিদ,নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা অহিদুজ্জামান, ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ, বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা একরামুল কবির,নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান মনি,ইউনিয়ন জামাতের শুরা সদস্য সৈয়দ কামাল উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি আয়োজকদের সাধুবাদ জানান।পরে পুরুষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Wednesday, December 4, 2024

যড়যন্ত্র মোকাবেলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ আগস্টের আগ পর্যন্ত যে উত্তেজনা এবং শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি। আমাদের ছাত্র-জনতা বুক পেতে দিয়েছে, জীবন দিয়েছে। সেই ঐক্যে কোনো চিড় ধরেনি, ফাটল ধরেনি। যড়যন্ত্র মোকাবেলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি।

বুধবার ঢাকায় ফরেন সার্ভিস কাডেমিতে প্রধান প্রধান রাজনৈতিদলের নেতাদের সাথে আয়োজিত সংলাপে সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা একথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন,‘আমরা সেই জাতি যে জাতি ৫ আগস্টে স্বৈরাচারী সরকারকে বিদায় করেছি। সেই জাতি এখনো সজাগ আছে, ঐক্য মজবুত আছে এবং এই মজবুত ঐক্যের বিষয়টি দুনিয়ার সামনে তুলে ধরতে চাই।’

তিনি যড়ন্ত্রকারীদের উদ্দেশে বলেন, কেউ যেন মনে না করে আমরা ঠাণ্ড হয়ে গেছি। ঠাণ্ডা আমরা হইনি। আমরা আগের সেই পথেই আছি। যে মজবুত ঐক্যের মাধ্যমে জাতিকে স্বৈরাচারমুক্ত করেছি-সেই ঐক্য এখনো আমাদের মধ্যে রয়ে গেছে।

প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে একত্রে সংলাপে বসার উদ্দেশ্য নিয়ে বলেন, একসাথে বসার মাধ্যমে সারা দুনিয়াকে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের ঐক্য মজবুত আছে। এ জাতি মরেনি, দুর্বল হয়নি। সবল আছে।

গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীনতা ফিরে পেয়েছে, তা কেউ ছিনিয়ে নিতে পারবে না উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, এই স্বাধীনতা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার শক্তি কারোর নেই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক যত কিছু করুক আমাদের কাছ থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে, সেগুলো পড়েন। সেগুলো এখনো মুছে যায়নি। তকতক করছে। সেটা আমাদের বুকেও তকতক করছে। কাজেই আমরা সেই শক্তিমান জাতি, যারা লড়াই করবে।

রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, যেকোনো দেশে নানা মত, নানা পথ থাকে। কিন্তু দেশের স্বার্থের বিষয়ে কোনো ধরনের মতভেদ আমাদের মধ্যে নেই। ৫ আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা, মজবুত ঐক্য এখনো রয়ে গেছে এবং থাকবে।

সূত্র : বাসস

Sunday, December 1, 2024

সাতক্ষীরার কর্মী সম্মেলনে আমীরে জামায়াতের সম্পুর্ণ বক্তব্য।

 





দেশের ইতিহাসে সর্ববৃহৎ জামায়াতের কর্মী সম্মেলন সাতক্ষীরায় || আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান #Satkhira